গাড়ি থেকে আসামি ছিনতাই – নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় চারটি মামলায় ওয়ারেন্ট ও একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নড়াইল সদর থানার এসআই সেলিম মহলদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের
এদিকে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যার দিকে সদরের গোবরা বাজার এলাকার নওফেল শেখের ছেলে বিল্লাল শেখকে গ্রেপ্তার করে সদর থানার এসআই সেলিম মহলদার। গ্রেপ্তারের পর তাকে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর পর আসামির সন্তান ও ঘনিষ্ঠজনেরা পুলিশের গাড়ি ঘেরাও করে বিল্লাল শেখকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

অভিযোগ রয়েছে, স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্নীয় রাজীব মোল্লাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে নিউটন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার দুজনকে আটক করা হয়েছে। তবে পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনার গোবরা এলাকার ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশের আদেশ দেন আদালত। এ ছাড়া বিল্লাল শেখ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আরও পড়ুন…