Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

ছয় মাসে ৩৯টি গরু চুরি, ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী

ছয় মাসে ৩৯টি গরু চুরি – পেট্রল পাম্পের গাড়ি চালিয়ে সংসার চালান ফয়েজুর মোল্যা (৫০)। বড় ছেলে ও এক মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে ফয়েজুরের সংসার।

 

ছয় মাসে ৩৯টি গরু চুরি, ক্ষোভে ফুঁসছিলেন এলাকাবাসী

 

জমিজমা তেমন কিছুই নেই। চার বছর আগে এক লাখ টাকা ঋণ নিয়ে দুটি গরু কিনেছিলেন। খামারে গরু বেড়ে হয়েছিল চারটি; যার আনুমানিক বাজারমূল্য ছিল তিন লাখ টাকা। ছয় মাস আগে এক রাতে সেই খামারে হানা দেয় চোরের দল। ২০ মিনিটের মধ্যে চুরি করে নিয়ে যায় গরুগুলো।

 

 

ফয়েজুর মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায়। গরু চুরির সেই রাত সম্পর্কে তিনি বলেন, ‘সেদিন রাত ২টা ২০ মিনিট পর্যন্ত গরু পাহারা দিছি। এরপর ঘরে গিছি। মিনিট বিশেক পরে বাইরে আইসে দেহি আমার খামারে একটা গরুও নাই। ঋণের টাকায় গরু কিনে পাইলে-পুইষে বড় বানালাম। চোরেরা গরুগুলো নিয়ে আমারে পথে বসায় দিয়ে গেল।

পাম্পের গাড়ি চালাইয়ে যা আয় করতাম, তা দিয়ে খাইয়ে-পইরে বাকি সব খরচ করতাম ওই গরুর পিছনে। চার বছর ধরে কষ্ট করে বানানো খামারডা ধ্বংস করে দেল। আমারে একেবারর পঙ্গু কইরে দিয়ে গেল।’

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফয়েজুর মোল্যা আরও বলেন, ‘আমি যেহানে কাজ করি, তাঁরা এট্টা গরু কিনে দেছে পুষার জন্যি। সেই গরুডা এহন খামারে আছে। সব সময় আতঙ্কে থাকি। আগের ঘটনা মনে পড়লি রাতে ঠিক মতো ঘুম হয় না। কহন যানি এই গরুডাও নিয়ে যায়।’

 

আরও পড়ুন…

Exit mobile version