নড়াইল জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় নড়াইল জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ।

 

নড়াইল জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির – নড়াইল জেলা

 

নড়াইল জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

 

  চেয়ারম্যানের নাম

দায়িত্বকাল মোবাইল নং
জনাব কাজী শামচুদ্দিন শুরু থেকে–১৯৭৪ মৃত
এম,এম বজলার রহমান ১৯৭৮ – ১৯৮৩ ইং  

মৃত

জনাব মোঃ সিরাজুল ইসলাম ১৯৮৩ – ১৯৮৮ ইং
জনাব কাজী আ:মান্নান ১৯৮৮ – ১৯৯০ ইং মৃত
আবুল কাশেম (সূয্য) ১৯৯০-২০০৩
কাজী সুলতানুজ্জামান(সেলিম) ২০০৩-২০১১ ০১৭১৮২০৬৪০৯
মো:লাবু মিয়া ২০১১-২০১৬ ০১৭১৬৭৪৯৫৩৮

নড়াইল-জেলায় ৩টি উপজেলা ও একটি থানা আছে; এগুলো হলো:

  • নড়াইল সদর
  • লোহাগড়া
  • কালিয়া
  • নড়াগাতী

নড়াইলে জাতীয় সংসদের সংসদীয় আসন ২টি। কালিয়া উপজেলা ও নড়াইল উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে নড়াইল-১ এবং লোহাগড়া ও নড়াইল পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভৌগোলিক অবস্থানে নড়াইল জেলা ৮৯.৩১° দ্রাঘিমাংশে এবং ২৩.১১° অক্ষাংশে অবস্থিত। নড়াইল-জেলার পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলা , উত্তরে মাগুরা জেলার শালিখা উপজেলা ও মহম্মদপুর উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং দক্ষিণে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, খুলনা জেলার তেরখাদা উপজেলা, দিঘলিয়া উপজেলা ও ফুলতলা উপজেলা এবং যশোর জেলার অভয়নগর উপজেলা। নড়াইলের ভূমি দক্ষিণ দিকে ঢালু।

এ ভূ-প্রকৃতিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়। উত্তর পশ্চিমের অপেক্ষাকৃত উচ্চভূমি, উত্তর ও পূর্ব অঞ্চলের মধুমতি নদী তীরবর্তী নিম্ন অঞ্চল এবং নবগঙ্গা নদী ও চিত্রা নদীর তীরবর্তী মধ্যম উচ্চতা বিশিষ্ট অঞ্চল। এই জেলার পাকা সড়ক ২৪৩ কিমি, আধাপাকা ৭৪ কিমি, কাঁচা রাস্তা ১৬১৫ কিমি এবং জলপথ ৬৭ নটিকাল মাইল। ঐতিহ্যগত পরিবহনের মধ্যে রয়েছে পালকি (বিলুপ্ত), ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি (প্রায় বিলুপ্ত) এবং নৌকা।

 

নড়াইল জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
চিত্রা রিসোর্ট – নড়াইল জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment