Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নড়াইলে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

 

এর আগে শনিবার রাতে সদর থানার পুলিশ পরিদর্শক মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ সূত্রে জানা  গেছে, গত ৪ আগস্ট  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সদর উপজেলার নাকশী মাদদ্রাসা এলাকায় দুর্বৃত্তরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এরপর মালিবাগ এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 

 

খুন করার উদ্দেশে দায়িত্বরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি-বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। আন্দোলকারীদের দমাতে করতে পুলিশ শর্টগান, গ্যানগান ও সাউন্ড  গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।  উল্লেখ্য, গত ৫ আগস্টের পর নড়াইল জেলায় পুলিশ বাদী হয়ে এটিই প্রথম মামলা করলেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন…

Exit mobile version