Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইল জেলার গণমাধ্যম

নড়াইল জেলার গণমাধ্যম

আমাদের আজকের আলোচনার বিষয় নড়াইল জেলার গণমাধ্যম।

নড়াইল জেলার গণমাধ্যম:-

 

চিত্রা রিসোর্ট – নড়াইল জেলা

 

নাম সম্পাদক Publish Frequency যোগাযোগ যোগাযোগের নাম্বার
দৈনিক ওশান ও সাপ্তাহিক প্রান্তিক মোঃ আলমগীর সিদ্দিকী ডাকঘর-রতনগঞ্জ

উপজেলা-নড়াইল সদর

জেলা-নড়াইল

০১৫৫৮৪৪৬৭১৯
সাপ্তাহিক প্রগতি ভাবনা এম মুরাদ হোসেন শহীদ সাঈফ মিজান সড়ক, তারিক বিল্লাহ স্কয়ার, নড়াইল সদর, নড়াইল ০১৯১৩৬৭০২৭২
সাপ্তাহিক নড়াইল বার্তা সাঈফ হাফিজুর রহমান নড়াইল সদর,নড়াইল ০১৭১৪৭৬৫৮১৫
সাপ্তাহিক নড়াইল কন্ঠ কাজী হাফিজুর রহমান নড়াইল সদর,নড়াইল ০১৭১৬১০৬১০৫, ০১৭১৬৩৮৯৫২২, ০৪৮১-৬২৯৫৬
অনলাইন পত্রিকা নড়াইল কন্ঠ কাজী হাফিজুর রহমান http://www.narailkantho.com   নড়াইল সদর, নড়াইল ০১৭১৬১০৬১০৫, ০১৭১৬৩৮৯৫২২, ০৪৮১-৬২৯৫৬
দৈনিক বিডি খবর লিটন দত্ত মির্জা প্লাজা, আশ্রম রোড, রূপগঞ্জ, নড়াইল। ই-মেইল: bdkhobor2020@gmail.com ওয়েব: www.bdkhobor.news ০১৯১০১৯১৯১৯, ০৪৮১৬২৬৯৬

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এই জেলার লোকজনের প্রধান পেশা কৃষি ৪৭.৫৫%, মৎস্য ২.৮৮%, কৃষি মজুর ১৮.০২%, মজুরী শ্রমিক ২.৪৪%, শিল্প ১.৩১%, ব্যবসা ১০.৯২% এবং চাকরি ৭.৮৪%, পরিবহন ২.৬% এবং অন্যান্য ৭.২৪। মোট আবাদযোগ্য জমি ৭৮৪৫৮ হেক্টর। এর মধ্যে একক ফসল ৪৩.১৭%, দ্বৈত ফসল ৪৪.২৫% এবং ত্রিফসলী জমি ১২.৫৮%। সেচের আওতায় জমি ২২.১৬%। চাষীদের মধ্যে ২৭.৫৪% ভূমিহীন, ৩৬.৮১% ক্ষুদ্র, ১৪.৭৭% মাঝারী এবং ধনী ২০.৯৭%।

এই জেলার প্রধান শস্য ধান, পাট, গম, তেল বীজ, সরিষা, আলু, আখ, কলাই ও খেসারী। বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত শষ্যের মধ্যে রয়েছে নীল, কাউন, তুলা ও বার্লি। প্রধান ফল আম, কাঁঠাল, পেঁপে, কলা, জাম, নারিকেল ও সুপারী।

বৃহৎ ও মাঝারী শিল্পের মধ্যে রয়েছে বস্ত্রকল ১টি, বিস্কুট কারখানা ৬টি, কলম শিল্প ১টি, করাত কল ৪২টি, বরফ কারখানা ১৮টি, চাল ও আটা কল ৪৫টি, হলুদ মেশিন ৬টি, ওয়েল্ডিং ৭৩টি এবং ছাপাখানা ৪টি। কুটির শিল্পের মধ্যে তাঁত, বাঁশ ও বেতের কাজ, কাঠের কাজ, স্বর্ণকার, কামার, কুম্ভকার, দরজী ইত্যাদি অন্তর্ভুক্ত।

 

হাটবাড়িয়া জমিদার বাড়ি – নড়াইল জেলা

 

আরও পড়ূনঃ

Exit mobile version