Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইল জেলার জনপ্রতিনিধি

নড়াইল জেলার জনপ্রতিনিধি

আমাদের আজকের আলোচনার বিষয় নড়াইল জেলার জনপ্রতিনিধি।

 

জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির – নড়াইল জেলা

 

নড়াইল জেলার জনপ্রতিনিধি:-

নাম পদবি ই-মেইল মোবাইল নম্বর
কবিরুল হক মুক্তি সংসদ সদস্য mp1.narail.kalia@gmail.com ০১৭১১১৯২৬৩৭, ০১৭১৮৩৮৫৪৭৩
মাশরাফি বিন মোর্ত্তজা সংসদ সদস্য mp2.narail.lohagara@gmail.com 0

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভৌগোলিক অবস্থানে নড়াইল জেলা ৮৯.৩১° দ্রাঘিমাংশে এবং ২৩.১১° অক্ষাংশে অবস্থিত। নড়াইল জেলার পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলা , উত্তরে মাগুরা জেলার শালিখা উপজেলা ও মহম্মদপুর উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং দক্ষিণে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, খুলনা জেলার তেরখাদা উপজেলা, দিঘলিয়া উপজেলা ও ফুলতলা উপজেলা এবং যশোর জেলার অভয়নগর উপজেলা।

নড়াইলের ভূমি দক্ষিণ দিকে ঢালু। এ ভূ-প্রকৃতিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়। উত্তর পশ্চিমের অপেক্ষাকৃত উচ্চভূমি, উত্তর ও পূর্ব অঞ্চলের মধুমতি নদী তীরবর্তী নিম্ন অঞ্চল এবং নবগঙ্গা নদী ও চিত্রা নদীর তীরবর্তী মধ্যম উচ্চতা বিশিষ্ট অঞ্চল। এই জেলার পাকা সড়ক ২৪৩ কিমি, আধাপাকা ৭৪ কিমি, কাঁচা রাস্তা ১৬১৫ কিমি এবং জলপথ ৬৭ নটিকাল মাইল। ঐতিহ্যগত পরিবহনের মধ্যে রয়েছে পালকি (বিলুপ্ত), ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি (প্রায় বিলুপ্ত) এবং নৌকা।

 

নিরিবিলি পিকনিক স্পট – নড়াইল জেলা

 

আরও পড়ুূনঃ

Exit mobile version