আমাদের আজকের আলোচনার বিষয় নড়াইল জেলার শিল্প প্রতিষ্ঠান।
নড়াইল জেলার শিল্প প্রতিষ্ঠান:-
এই জেলার লোকজনের প্রধান পেশা কৃষি ৪৭.৫৫%, মৎস্য ২.৮৮%, কৃষি মজুর ১৮.০২%, মজুরী শ্রমিক ২.৪৪%, শিল্প ১.৩১%, ব্যবসা ১০.৯২% এবং চাকরি ৭.৮৪%, পরিবহন ২.৬% এবং অন্যান্য ৭.২৪। মোট আবাদযোগ্য জমি ৭৮৪৫৮ হেক্টর। এর মধ্যে একক ফসল ৪৩.১৭%, দ্বৈত ফসল ৪৪.২৫% এবং ত্রিফসলী জমি ১২.৫৮%। সেচের আওতায় জমি ২২.১৬%। চাষীদের মধ্যে ২৭.৫৪% ভূমিহীন, ৩৬.৮১% ক্ষুদ্র, ১৪.৭৭% মাঝারী এবং ধনী ২০.৯৭%।
এই জেলার প্রধান শস্য ধান, পাট, গম, তেল বীজ, সরিষা, আলু, আখ, কলাই ও খেসারী। বিলুপ্ত অথবা প্রায় বিলুপ্ত শষ্যের মধ্যে রয়েছে নীল, কাউন, তুলা ও বার্লি। প্রধান ফল আম, কাঁঠাল, পেঁপে, কলা, জাম, নারিকেল ও সুপারী।
বৃহৎ ও মাঝারী শিল্পের মধ্যে রয়েছে বস্ত্রকল ১টি, বিস্কুট কারখানা ৬টি, কলম শিল্প ১টি, করাত কল ৪২টি, বরফ কারখানা ১৮টি, চাল ও আটা কল ৪৫টি, হলুদ মেশিন ৬টি, ওয়েল্ডিং ৭৩টি এবং ছাপাখানা ৪টি। কুটির শিল্পের মধ্যে তাঁত, বাঁশ ও বেতের কাজ, কাঠের কাজ, স্বর্ণকার, কামার, কুম্ভকার, দরজী ইত্যাদি অন্তর্ভুক্ত।
নড়াইল জেলায়ক্ষুদ্র শিল্পের পরিসংখ্যান
|
শিল্পের ধরণ |
সদর উপজেলা |
লোহাগড়া উপজেলা |
কালিয়া উপজেলা |
মোট |
||||||||
|
|
সংখ্যা |
দক্ষ শ্রমিক |
আধা দক্ষ |
সংখ্যা |
দক্ষ শ্রমিক |
আধা দক্ষ |
সংখ্যা |
দক্ষ শ্রমিক |
আধা দক্ষ |
সংখ্যা |
দক্ষ শ্রমিক |
আধা দক্ষ |
| চাউল/চাতাল |
১৩০ |
৩৫০ |
১৮০ |
৩০ |
৭৫ |
৬১ |
১২০ |
২২৫ |
১৭০ |
২৮০ |
৬৫০ |
৪১১ |
| বস্ত্র |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
| ময়দা কল |
১ |
১০ |
২ |
২ |
২০ |
৬ |
– |
– |
– |
৩ |
৩০ |
৮ |
| তৈল কল |
১০ |
১৫ |
১০ |
৫ |
৭ |
৮ |
৪ |
৬ |
৭ |
১৯ |
২৮ |
২৫ |
| আটা/চাউল কল |
১৫ |
২০ |
১০ |
১১ |
৯ |
১২ |
১৮ |
১৮ |
৯ |
৪৪ |
৪৭ |
৩১ |
| চিড়া মিল |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
– |
| আইসক্রিম ফ্যাঃ |
৬ |
২০ |
১০ |
২ |
৬ |
৪ |
৪ |
১০ |
৪ |
১২ |
৩৬ |
২৪ |
| বেকারী |
৫ |
২০ |
৫ |
৪ |
১৫ |
১০ |
৪ |
১৫ |
৫ |
১৩ |
৫০ |
২০ |
| স-মিল |
২০ |
৮০ |
৪০ |
১৫ |
৮০ |
১০ |
১৫ |
৬০ |
১৫ |
৫০ |
২২০ |
৬৫ |
| প্রিন্টিং প্রেস |
৫ |
১৫ |
৫ |
১ |
৩ |
২ |
১ |
৩ |
২ |
৭ |
২১ |
৯ |
| ইঞ্জিনিয়ারিং |
১০ |
৩৫ |
৫ |
৫ |
১৫ |
৫ |
৪ |
১২ |
৪ |
১৯ |
৬২ |
১৪ |
| মোট |
২০৭ |
৫৭৫ |
২৭২ |
৮১ |
২৪২ |
১২৪ |
১৭৫ |
৩৫৯ |
২২৭ |
৪৬৩ |
১১৭৬ |
৬২৩ |
নড়াইল জেলার কুটির শিল্প পরিসংখ্যান
|
ক্রঃ নং |
শিল্প খাতের নাম |
সদর উপজেলায় কুটির শিল্পের সংখ্যা |
কালিয়া উপজেলায় কুটির শিল্পের সংখ্যা |
লোহাগড়া উপজেলায় কুটির শিল্পের সংখ্যা |
নড়াইল জেলায় মোট কুটির শিল্পের সংখ্যা |
|
০১ |
মিষ্টি তৈরী |
৫৬ |
৫০ |
৬০ |
১৬৬ |
|
০২ |
ধান ছাটাই |
১৭৫ |
১৫০ |
৫৯ |
৩৮৪ |
|
০৩ |
চুন তৈরী |
১০ |
১৫ |
০৫ |
৩০ |
|
০৪ |
টেলারিং |
২৭০ |
১৩৫ |
১৬৫ |
৫৭০ |
|
০৫ |
বাঁশ ও বেতজাত দ্রব্য |
১২৫ |
৭৫ |
৭০ |
২৭০ |
|
০৬ |
কামার শালা |
৬৫ |
৭১ |
৬৫ |
২০১ |
|
০৭ |
মৃৎ শিল্প |
২১৫ |
৩৭৮ |
১০৭ |
৭০০ |
|
০৮ |
নৌকা তৈরী |
১৫ |
৮ |
৭ |
৩০ |
|
০৯ |
কাঠের আসবাব পত্র |
৮৩ |
৭২ |
৬০ |
২১৫ |
|
১০ |
সাইকেল মেরামত |
১০২ |
৪২ |
৫৪ |
১৯৮ |
|
১১ |
স্বর্ণকার |
২৮ |
১৬ |
২৫ |
৬৯ |
|
১২ |
লেপ তোষক তৈরী |
১২ |
৮ |
১১ |
৩১ |
|
১৩ |
ফটোষ্ট্যাট |
১৫ |
৬ |
৮ |
২৯ |
|
১৪ |
ওয়েল্ডিং |
৪০ |
৩০ |
২৮ |
৯৮ |
|
১৫ |
রেডিও টিভি মেরামত |
২২ |
১০ |
১২ |
৪৪ |
|
১৬ |
ঘড়ি মেরামত |
১২ |
৮ |
৮ |
২৮ |
|
১৭ |
কাতা তৈরী |
৫ |
৪ |
৩ |
১২ |
|
১৮ |
কাগজের প্যাকেট তৈরী |
৫ |
৩ |
৩ |
১১ |
|
১৯ |
পল্ট্রি ফার্ম |
৯৫ |
৭৫ |
৮০ |
২৫০ |
|
২০ |
গরু মোটা তাজা করণ |
১১০ |
১১৫ |
৮০ |
৩০৫ |
|
২১ |
গাভী পালন |
১৫০ |
১১৭ |
৮৫ |
৩৫২ |
|
২২ |
মূড়ি তৈরী |
৩০ |
২০ |
১৫ |
৬৫ |
|
২৩ |
চিড়া তৈরী |
২৫ |
১৫ |
১৪ |
৫৪ |
|
২৪ |
তালের পাখা তৈরী |
৫ |
৪ |
৪ |
১৩ |
|
২৫ |
আর,সি,সি,পাইপ ও রিং সস্নাব তৈরী |
১৫ |
১৩ |
১২ |
৪০ |
|
২৬ |
কম্পিউটার কম্পোজ |
১২ |
৬ |
৭ |
২৫ |
|
২৭ |
বলপেন তৈরী |
১ |
১ |
১ |
৩ |
|
২৮ |
মোমবাতী তৈরী |
২ |
১ |
১ |
৪ |
|
২৯ |
মাছের পোনা তৈরী |
২ |
১ |
১ |
৪ |
|
৩০ |
সুচি কর্ম |
৫ |
২ |
২ |
৯ |
|
৩১ |
রিক্সা/ভ্যানের বডিতৈরী |
৬ |
৩ |
২ |
১১ |
|
৩২ |
মটর সাইকেল মেরামত |
৫ |
৪ |
৪ |
১৩ |
|
৩৩ |
ষ্টিলের আসবাবপত্র |
৮ |
৬ |
৫ |
১৯ |
|
৩৪ |
কাঠের সৈখিনদ্রব্য তৈরী |
৬ |
৩ |
৩ |
১২ |
|
৩৫ |
বই ব্যাধাই |
৩ |
১ |
১ |
৫ |
|
৩৬ |
বড়শী তৈরী |
০ |
২৫ |
০ |
২৫ |
|
৩৭ |
জাল তৈরী |
৫ |
৮ |
৭ |
২০ |
|
৩৮ |
ফ্রিজ,বৈদ্যুতিক মটর ও ফ্যান মেরামত |
০৪ |
০২ |
০২ |
০৮ |
|
৩৯ |
নার্সারী/ গাছের চারা তৈরী |
১৫ |
১২ |
১১ |
৩৮ |
|
|
মোট |
১৭৫৯ |
১৫১৫ |
১০৮৭ |
৪৩৬ |
জেলার মোকাম এর তথ্য
নলদী বাজার – নড়াইল শহর হতে ১০কিঃমিঃ উত্তর দিকে চিত্রা নদীর তীরে অবস্থিত ।এইমোকামে পাট,ধান,গমসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয় ।
মিঠাপুরঃ- নড়াইল শহর হতে ১৪কিঃমিঃ উত্তর দিকে চিত্রা নদীর তীরে অবস্থিত ।এইমোকামে পাট,ধান,গম সহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয় ।
মাইজপাড়াঃ- নড়াইল শহর হতে ১৫কিঃমিঃ উত্তর/পশ্চিম দিকে চিত্রা নদীর তীরে অবসিহত । এইমোকামে পাট,ধান,গম, রবিশষ্যসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নসহানে সরবরাহ করা হয় ।
বড়দিয়াঃ- লোহাগড়া হতে ১৫কিঃমিঃ দক্ষিন দিকে মধুমতি নদীর তীরে অবসিহত । এইমোকামে পাট,ধান,গম, ঢেউটিন,রবিশষ্যসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়।
মহাজনঃ- কালিয়া হতে ১৫কিঃমিঃ উত্তর দিকে মধুমতি নদীর তীরে অবস্থিত ।এইমোকামে পাট,ধান,গম, রবিশষ্যসহ সহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নসহানে সরবরাহ করা হয় ।
লোহাগড়াঃ- নড়াইল শহর হতে ২৪কিঃমিঃ পূর্ব দিকে নবগঙ্গা নদীর তীরে অবসিহত ।এইমোকামে পাট,ধান,গম, রবিশষ্যসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয় ।
রতপগঞ্জঃ- নড়াইল শহরের মধ্যে চিত্রা নদীর তীরে তীরে অবসিহত ।এইমোকামে পাট,ধান,গম, রবিশষ্যসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হয় ।
কালিয়াঃ– নড়াইল শহর হতে ২৯কিঃমিঃ দক্ষিণ দিকে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত । এইমোকামে পাট,ধান,গম, রবিশষ্যসহ অন্যান্য অর্থকরী ফসল দেশের বিভিন্নসহানে সরবরাহ করা হয় ।
আরও পড়ুনঃ

