নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যু তায়িত হয়ে যুবকের মৃত্যু। নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতা য়িত হয়ে ইরফান মুন্সি (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অব স্থায় মারা গেছেন। ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে।
নড়াইলে বিদ্যুতের তার চুরি: বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপা তালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অব স্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার (১০ ফেব্রু য়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপ জেলার আলামু ন্সির মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলা মুন্সি মোড়ে যায়।
এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহ যোগী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়েতাকে গুরু তর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কম প্লে ক্সে নিয়ে আসলে জরু রি বিভাগের দায়িত্বর ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢা কায় পাঠান।
পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবা রের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন…
