মাদক ব্যবসায়ী গ্রেফতার – নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.সবুজ বিশ্বাস (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
নড়াইলে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোমবার (১৩ জানুয়ারি) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো.সবুজ বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শংকরপাশা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে।

গত, রবিবার (১২ জানুয়ারি) রাতে লোহাগড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়ায় সামনে লোহাগড়া- নড়াইল সড়কের পাকা রাস্তার উপর থেকে তাকে ৩৫ পিস অবৈধ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান এর নির্দেশনায় এস আই তারেক এর নেতৃত্বে এস আই সুমন হাওলাদার এএসআই ইলিয়াস সঙ্গীয়সহ লোহাগড়া – নড়াইল সড়কের রাস্তার উপর থেকে সবুজ বিশ্বাসকে আটক করে এসময় তার কাছ থেকে নিষিদ্ধ অবৈধ ৫৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন…