Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতিকে মোবাইলে হত্যার হুমকি

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক মো.আজিজুল ইসলামকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি।

 

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতিকে মোবাইলে হত্যার হুমকি

 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে মো.আজিজুল ইসলাম এর ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় এদিন সকালে ভুক্তভোগী সাংবাদিক মো.আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর জিডি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার সময় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর হতে মো.আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখম সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহিনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আজিজুল ইসলাম বলেন, রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন করে হত্যার হুমকি ও ভয়ভীতি দিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়া তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন…

Exit mobile version