Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

২৪ ডিসেম্বর রেলসেবায় যুক্ত হচ্ছে নড়াইল

প্রথমবারের মতো রেলসেবায় যুক্ত হচ্ছে নড়াইল। দীর্ঘদিনের লালিত স্বপ্ন আগামী ২৪ ডিসেম্বর থেকে বাস্তবায়ন হতে যাওয়ায় খুশি এলাকাবাসী।

 

২৪ ডিসেম্বর রেলসেবায় যুক্ত হচ্ছে নড়াইল

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো রেলপথ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে নড়াইলবাসী। ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা রেলপথে ট্রেন চলবে নড়াইলের বুক চিরে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এরইমধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সব কাজ শেষ হয়েছে। দুই দফায় পরীক্ষামূলক ট্রেন চলাচলও সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে এই রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এই প্রকল্পের ২৮ কিলোমিটার রেলপথ পড়েছে নড়াইলে। নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় একটি করে রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে।

নড়াইল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ঢাকা-খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল পথে রূপসী বাংলা নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে। দিনে দুইবার ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। ট্রেন চলাচলের জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। এখন থেকে নড়াইলের মানুষ ট্রেনে মাত্র দুই ঘণ্টায় ঢাকায় যেতে পারবে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রেলের দেওয়া সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টায়। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত আটটায়। খুলনায় পৌঁছানোর কথা ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ট্রেনটির যশোরের বেনাপোলে পৌঁছানোর কথা দুপুর ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৩টা ৩০ মিনিটে। আর ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

এদিকে প্রথমবারের মতো রেলপথে যাতায়াত সুবিধা পেতে যাচ্ছে নড়াইলের মানুষ। ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেল যোগাযোগ ব্যবস্থায় নড়াইলসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।

 

আরও পড়ুন…

Exit mobile version