Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইল বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাইকেল আরোহী নিহত – নড়াইলের লোহাগড়ায় বাইসাইকেলে বাসের ধাক্কায় হারেজ মোল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নড়াইল বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

 

নিহত হারেজ মোল্যা (৭২) ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

এ সময় তার ব্যবহৃত বাইসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন…

Exit mobile version