Site icon নড়াইল জিলাইভ | truth alone triumphs

নড়াইলে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল লোহাগড়ায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে লোহাগড়া উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান ও বড়দিয়া নৌ পুলিশ অভিযান চালিয়ে এই জাল জব্দ করেন।

 

নড়াইলে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

 

পরে প্রকাশ্যে বিকাল ৪ টায় লোহাগড়া উপজেলার কোটাকোল খেয়া ঘাটে সব জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এই জালের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা, এসময় কোনো জেলেকে আটক করতে পারেনি নৌ পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামচুল হক বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন কিছু ইলিশ মাছ জালের সাথে পাওয়া গেছে সেগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাসুম খান বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে দেয়া হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো.মাসুম খান, বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামচুল হক, ও নৌপুলিশ সদস্যরা।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন…

Exit mobile version