বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই ভাই সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল লাশ,নড়াইল সদর উপজেলায় ভৈরব- নদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শেখহাটী ইউনিয়নের আফরা গ্রামের ভৈরব- নদে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।নিহত দুই শিশু হলো—আইয়ান ফকির (৩) ও তাহসীন ফকির (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আইয়ান ফকির নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের দবির ফকিরের ছেলে ও তাহসীন ফকির একই গ্রামের সুলতান ফকিরের ছেলে।

বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই ভাই সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল লাশ


২ thoughts on “বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই ভাই সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল লাশ”