নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

আদিবাসীদের মানববন্ধন – নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামের আদিবাসী যুবককে মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতনের প্রতিবাদে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হকের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আদিবাসীরা।

 

নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) চন্ডিবরপুর ইউনিয়ন আদিবাসী সম্প্রদায়ের আয়োজনে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী রমেশ বিশ্বাস, অশোক বিশ্বাস, মিন্টু বিশ্বাস প্রমুখ।

 

 

বক্তারা অভিযোগ করে বলেন, চন্ডিবরপুর ইউনিয়নে গত ২২ জুলাই রাতে আওয়ামী লীগের নেতা ইলিয়াস শেখ নামে একজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর পুলিশ আমাদের আদিবাসী চন্ডিবরপুর গ্রামের আদিবাসী রাম বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে সদর থানার এস আই আব্দুল হক তাকে নির্যাতন করে।

পরে তাকে স্বীকার করায়, এই হত্যার সঙ্গে সে জড়িত ছিল। কিন্তু আমরা আদিবাসীরা কেউ ওই হত্যার সঙ্গে জড়িত নই। মামলার মধ্যে ইচ্ছাকৃতভাবে সদর থানার এসআই আব্দুল হক আদিবাসী রিপনের নাম দিয়ে দিয়েছে। তাই আমাদের দাবি এ মামলা প্রত্যাহার করতে হবে। এসময় আদিবাসীদের হয়রানি করায় এসআই আব্দুল হকের বিচারের দাবি জানান বক্তারা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রসঙ্গত, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন উপনির্বাচনকে কেন্দ্র করে চন্ডিবরপুর গ্রামে চলতি বছরের ২২ জুলাই রাতে চন্ডিবরপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৩ সেপ্টেম্বর রাতে রিপন বিশ্বাস নামে এক আদিবাসীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মামলার বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপন বিশ্বাসকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

 

আরও পড়ুন…

Leave a Comment