নড়াইলে বই বিতরণ উৎসব

নড়াইলে বই বিতরণ উৎসব – বছরের প্রথম সকালে নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। সব বই হাতে না পেলেও প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছাসিত তারা। অল্প কয়েকদিনের মধ্যেই বাকি বই পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

 

নড়াইলে বই বিতরণ উৎসব

 

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নড়াইল কালেক্টরেট স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ ছাড়াও তিনি নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

বই উৎসবে বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের প্রতি আসক্ত না হয় সে জন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া অভিভাবকরা তাদেরকে সময় দিবেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পড়াশোনায় মনোযোগী করতে কোনোক্রমেই মোবাইল ফোন হাতে দেওয়া যাবে না। পাঠ্যক্রমে কিছু পরিবর্তনের কারণে বছরের প্রথমদিনে সব বই হাতে না পেলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা বই হাতে পাবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন…

Leave a Comment