নড়াইল জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় নড়াইল জেলার উপজেলা।

নড়াইল জেলার উপজেলা:-

নড়াইল সদর

নড়াইল-সদর উপজেলা বাংলাদেশের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। এই থানাটি ১৮৬১ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে থানা থেকে উপজেলায় রূপান্তরিত করা হয়। নড়াইল-সদর উপজেলার অবস্থান ৮৯.৩১ দ্রাঘিমা এবং ২৩.১১ অক্ষাংশ। নড়াইল-সদর উপজেলার সীমনা – উত্তরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ও শালিখা উপজেলা, পূর্বে- নড়াইল জেলার লোহাগড়া উপজেলা দক্ষিণ-পূর্বে- কালিয়া উপজেলা, দক্ষিণে-যশোর জেলার অভয়নগর উপজেলা দক্ষিণ-পশ্চিমে- যশোর সদর উপজেলা ও পশ্চিমে-বাঘারপাড়া উপজেলা।

 

নড়াইল জেলার উপজেলা
জোড় বাংলায় অষ্টাদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির – নড়াইল জেলা

 

লোহাগড়া

লোহাগড়া উপজেলা বাংলাদেশের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। লোহাগাড়া উপজেলার মোট আয়তন ২৮৪.৯১ বর্গকিলোমিটার (১১০.০০ মা). উত্তরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা, দক্ষিণে কালিয়া উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে নড়াইল-সদর উপজেলা অবস্থিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কালিয়া

কালিয়া উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। কালিয়া থানা ১৮৬৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে থানা থেকে উপজেলায় রূপান্তরিত করা হয়। এ উপজেলার উত্তরে লোহাগড়া উপজেলা, দক্ষিণে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ও তেরখাদা উপজেলা, পূর্বে গোপালগঞ্জ সদর উপজেলা ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা, পশ্চিমে নড়াইল-সদর উপজেলা, যশোর জেলার অভয়নগর উপজেলা ও খুলনা জেলার ফুলতলা উপজেলা।

 

নড়াইল জেলার উপজেলা
নিরিবিলি পিকনিক স্পট – নড়াইল জেলা

 

নড়াগাতী

নড়াগাতী থানা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন একটি থানা। নড়াইল-১ (৯২ নং আসন) সংসদীয় আসনের আওতাভূক্ত। এই থানায় দুটি কলেজ (বড়দিয়া মুন্সী মনিক মিয়া ডিগ্রী কলেজ ও নড়াগাতী কলেজ) সহ বহুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। নড়াগাতী থানার বিখ্যাত দুটি বাজার (হাট) হচ্ছে- মধুমতি নদীর তীরে যোগানিয়া বাজার ও মধুমতি ও নবগঙ্গা নদীর মোহনায় বড়দিয়া বাজার। এছাড়া মধুমতি ও নবগঙ্গা নদীর মোহনায় অবস্থিত ঐতিহ্যবাহী মহাজন বাজার এই থানার অন্তর্ভুক্ত।

আরও পড়ুনঃ

Leave a Comment