ইউপি সদস্য,নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেননীয়দের বরাত দিয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, চাপুলিয়া গ্রামের বার্তমান ইউপি সদস্য নজরুল মোল্যা ও সাবেক ইউপি -সদস্য ইব্রাহিম মোল্যার মধ্যে নির্বাচনসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ২০
এ নিয়ে সম্প্রতি একই গ্রামের ইলিয়াস মোল্যার ঘরে চুরি করতে গিয়ে নজরুল মোল্যার ছেলে কিশোর রবিউল হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় নজরুল মোল্যা ছেলেকে শাসন করতে গেলে এর সঙ্গে ইব্রাহিম মোল্যার পক্ষের রহমানের ছেলে সুজনও জড়িত বলে রবিউল বাবার কাছে জানায়।রবিউলের তথ্য অনুযায়ী নজরুল মেম্বার পরে সজুনকে শাসন করতে গেলে প্রতিপক্ষ ইব্রাহিম মোল্যাসহ ওই পক্ষের লোকজন সুজনকে নির্দোষ দাবি করে এর প্রতিবাদ করেন। এ নিয়ে গ্রামে উত্তেজনার একপর্যায়ে
বৃহস্পতিবার (১১ মে) সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষে অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের কালিয়া ও লোহাগড়া উপজেলা- স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


1 thought on “বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ২০”